গযল নং - ১

তোমার স্মরনে প্রথম বলি বিসমিল্লা

তাহার পরে লা ইলাহা ইল্লাল্লা ।।

 

তোমার দয়ায় তোমার ভজন

তোমার কৃপায় আমার সাধন

জ্ঞানী যে জন হর শ্বাসে বলে হক আল্লা ।।

 

একরার নিয়ে তুমি পাঠালে ভবে

প্রভু মুক্তি আমার হবে কবে

দয়া করে রেখো মোরে হেজবুল্লা ।।

 

বেহেশ্তের কামনা ছেড়ে দিয়ে

দোজখের হাল জেনে নিয়ে

শুধু তোমায় চাওয়া তালেবুল মওলা ।।

 

তোমার প্রেমের আগুন দাও অন্তরে

মিথ্যা জ্বলুক এক হুঙ্কারে

জজ্‌বায়ে যেন সদা বলি হু-আল্লা ।।

 

তোমার বিশ্ব রূপটি দেখাও মোরে

মুসার মতো আমি পড়বো না ঘুরে

জ্বলোয়া দেখে জোশে বলবো আনাল্লা ।।

রচনার তারিখঃ ১৮/০৭/১৯৬২

Share this: